প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের যৌথ আয়োজনে ‘জাগরণের নাট্যনির্মাণ ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গ্র“প থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক মাহফুজুর রহমান, কবি-কলামিস্ট তাহমিনা বেগম গিনি, কবি ও নাট্যকার রুমা মোদক এবং নাট্যকর্মী সিদ্দিকী হারুন। এতে অতিথি ছিলেন ফেডারেশানের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক চন্দন রেজা। এছাড়াও আলোচনায় অংশ নেন অ্যাডঃ রুহুল হাসান শরীফ, ফেডারেশানের কেন্দ্রীয় সদস্য মাকসুদ আলম বাবু, দেলোয়ার হামিদ দিলু, প্রতীক থিয়েটারের সভাপতি ডাঃ সুনীল বিশ্বাস, শফিউল আলম সেলিম, জালাল উদ্দিন রুমী, আজিজুর রহমান সোহেল, ইয়াসিন খাঁ, প্রভাষক তানসেন আমীন, ডাঃ এসএস আল আমিন সুমন, নাট্যকর্মী বাবুল সূত্রধর, দেলোয়ার হোসেন মামুন, পপি দেব, যোবায়েদ হোসেন, ওসমান গনি রুমী, বাবুল রায়, ফারুক দেওয়ান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল।
সভায়ং বক্তারা বলেন মুক্তিযুদ্ধের সময়ে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের প্রায় সাড়ে ৪ হাজার মানুষ গণহত্যার শিকার হয়েছেন। শুধু তাই নয়, একই সাথে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এছাড়াও ঘটেছে অসংখ্য ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। বাংলাদেশের ইতিহাসের এসব মর্মস্পর্শী ঘটনাবলী নিয়ে এ প্রজন্মের তরুণ নাট্যকার ও নির্দেশকদের নাট্যনির্মাণে এগিয়ে আসতে হবে।