শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০১৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত ২২ নভেম্বর হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ অনুষ্টিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষার বাছাই কমিটি ২৩ জনকে মেধা কোটায় এবং ০৬ জনকে প্রাধিকার কোটায় সর্বমোট ২৯ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে তালিকা প্রকাশ করা হয়েছে।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নরূপ
মেধা কোটায় উত্তীর্ণরা হচ্ছে- রোল নং-৭ মোহাম্মদ আব্দুস সালাম, রোল নং-৮ উপেন্দ্র চন্দ্র দাস, রোল নং-১২ মোঃ মোস্তাফিজুর রহমান, রোল নং-১৭ মোঃ আব্দুর রহিম, রোল নং- ৩১ রাজেন্দ্র চন্দ্র নন্দী, রোল নং-৩৯ আবু বকর সিদ্দিকী, রোল নং-৫৩ পংকজ কুমার রায়, রোল নং-৫৭ প্রানেশ চৌধুরী, রোল নং-৭০ নির্মল চন্দ্র দাস, রোল নং-৭২ বিকাশ চন্দ্র দাস, রোল নং-৭৫ মোঃ তৌহিদ মিয়া, রোল নং-৭৮ রিপন বৈষ্ণব, রোল নং-৮৪ ওয়াহিদ মিয়া খান, রোল নং-৯৭ মোহাম্মদ ফাইজুল হক, রোল নং-১০৭ মোঃ এনামুল হক, রোল নং-১৪৭ অনুপম আচার্য্য, রোল নং-১৫২ মোঃ শাহ আলম, রোল নং-১৬৩ কাওসার আহমেদ, রোল নং-১৬৯ মোঃ হারুন খান, রোল নং-১৭৬ প্রমোদ দাস, রোল নং-১৮৪ সনজিত গোপ, রোল নং-১৯৫ নোমান আহমেদ হাবির, রোল নং-১৯৯ নৃপেশ তালুকদার।
প্রাধিকার কোটায় উত্তীর্ণ প্রার্থীগণের তালিকা হচ্ছে-রোল নং-২৮ নুপুর রায়, রোল নং-৩৩ মোঃ শাহজাহান মিয়া, রোল নং-১০৫ এস.এম সোহান, রোল নং-১৩৫ স্বপ্না রানী রায়, রোল নং-১৪৪ মোছাঃ জেসমিন আক্তার, রোল নং-১৮৭ মোঃ আবু শাহীন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ নভেম্বর বেলা ২.০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com