স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ ২০১৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত ২২ নভেম্বর হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ অনুষ্টিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষার বাছাই কমিটি ২৩ জনকে মেধা কোটায় এবং ০৬ জনকে প্রাধিকার কোটায় সর্বমোট ২৯ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে তালিকা প্রকাশ করা হয়েছে।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নরূপ
মেধা কোটায় উত্তীর্ণরা হচ্ছে- রোল নং-৭ মোহাম্মদ আব্দুস সালাম, রোল নং-৮ উপেন্দ্র চন্দ্র দাস, রোল নং-১২ মোঃ মোস্তাফিজুর রহমান, রোল নং-১৭ মোঃ আব্দুর রহিম, রোল নং- ৩১ রাজেন্দ্র চন্দ্র নন্দী, রোল নং-৩৯ আবু বকর সিদ্দিকী, রোল নং-৫৩ পংকজ কুমার রায়, রোল নং-৫৭ প্রানেশ চৌধুরী, রোল নং-৭০ নির্মল চন্দ্র দাস, রোল নং-৭২ বিকাশ চন্দ্র দাস, রোল নং-৭৫ মোঃ তৌহিদ মিয়া, রোল নং-৭৮ রিপন বৈষ্ণব, রোল নং-৮৪ ওয়াহিদ মিয়া খান, রোল নং-৯৭ মোহাম্মদ ফাইজুল হক, রোল নং-১০৭ মোঃ এনামুল হক, রোল নং-১৪৭ অনুপম আচার্য্য, রোল নং-১৫২ মোঃ শাহ আলম, রোল নং-১৬৩ কাওসার আহমেদ, রোল নং-১৬৯ মোঃ হারুন খান, রোল নং-১৭৬ প্রমোদ দাস, রোল নং-১৮৪ সনজিত গোপ, রোল নং-১৯৫ নোমান আহমেদ হাবির, রোল নং-১৯৯ নৃপেশ তালুকদার।
প্রাধিকার কোটায় উত্তীর্ণ প্রার্থীগণের তালিকা হচ্ছে-রোল নং-২৮ নুপুর রায়, রোল নং-৩৩ মোঃ শাহজাহান মিয়া, রোল নং-১০৫ এস.এম সোহান, রোল নং-১৩৫ স্বপ্না রানী রায়, রোল নং-১৪৪ মোছাঃ জেসমিন আক্তার, রোল নং-১৮৭ মোঃ আবু শাহীন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ নভেম্বর বেলা ২.০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গ্রহণ করা হবে।