স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে-হবিগঞ্জ শহরের পৌর এলাকার উমেদনগর গ্রামের তালেবর মিয়ার ছেলে নাজিম মিয়া (২৪)। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে ১৩ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল বিদেশী মদ পাচার করার উদ্দেশ্যে কামড়াপুর এলাকার বাইপাস সড়কে অবস্থান করছিল। খবর পেয়ে হবিগঞ্জ থানার এসআই ইন্দ্রনীল ভট্রাচার্য্যরে নিতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মদসহ নাজিমকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।