কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হাওর থেকে হাত পা বাধা অবস্থায় ফিরোজ আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউশি গ্রামের হাওরে ধানী জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে জমিতে মানুষ ধান কাটতে গেলে শ্রমিকরা লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম ও ওসি তদন্ত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করের। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের আঘাত রয়েছে। তাকে অন্য কোথায়ও হত্যা করে হত্যাকারীরা লাশ ওই স্থানে ফেলে রাখে বলে পুলিশ ধারণা করছে। গতকালই লাশ ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।