পাবেল খান চৌধুরী ॥ জমে উঠেছে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্স এর নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের কাছে ভোটারদের কদরও তত বাড়ছে। নির্বাচনে ২ প্যানেলে লড়ছেন ৪০জন প্রার্থী। মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মুর নেতৃত্বাধীন প্যানেলে রয়েছেন সাধারণ সম্পাদক পদে মোঃ সামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মোঃ তুহিনুজ্জামান সহ ২০ জন। সৈয়দ তোফায়েল ইসলাম কামাল এর নেতৃত্বাধীন প্যানেলে রয়েছেন, সাধারণ সম্পাদক পদে ইকরাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান সিদ্দিকসহ ২০জন। নির্বাচনে নবীন প্রবীণদের সমন্ময়ে ঘটিত হয়েছে পরিচালনা কমিঠি। প্রার্থীদের অনেকেই রয়েছন নতুন ও শহরের নামিদামী ব্যবসায়ী। যারা কিনা অল্প বয়সেই পেয়েছেন ব্যবসায়ীক সফলতা। এবার তারা লড়ছেন ব্যবসায়ীদের নেতৃত্ব দিতে নির্বাচনের মাঠে। সাধারণ ভোটাররা দেখার অপেক্ষায় আছেন কারা দিতে যাচ্ছেন আগামী দিনে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্স এর নেতৃত্ব।
নির্বাচনে তিনস্তরের ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে রয়েছেন আজীবন সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্য। নির্বাচনে তিনস্তরে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৯ জন। এর মধ্যে আজীবন সদস্য ২৭২ জন, সাধারণ সদস্য ৫২০ জন ও সহযোগী সদস্য ২৯৭ জন।
১৯৮৬ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জের ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স)। দীর্ঘ ৩০ বছর পর এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। এ বছর প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি মোঃ তকাম্মুল হোসেন কামাল। সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন- আব্দুল বারিক লিটন, মোঃ দেওয়ান মিয়া, সামছুজ্জামান চৌধুরী ও আব্দুল ওয়াদুদ। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোট গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতিও সম্পন্ন করেছে। আগামী ২৮ মার্চ শনিবার সকাল ৯টা থেকে হবিগঞ্জ শহরের স্থানীয় এম সাইফুর রহমান টাউন হলে বিকাল ৫টা টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হবে। নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও সংস্থায় আমন্ত্রন পাঠানো হয়েছে। নির্বাচনে মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মুর প্যানেলে রয়েছেন, সভাপতি পদে মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু (হারিকেন), সাধারণ সম্পাদক পদে শামছুল হুদা (রিক্সা) প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মোঃ তুহিনুজ্জামান (ঘোড়া), সহ-সভাপতি পদে একেএম নজরুল ইসলাম (আম), এস এম হেমায়েত উল্লাহ রিজু (লেচু), এম এ আজিজ ইউনুছ (পেপে), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর (মোরগ), এবিএম মাহফুজুর রহমান নোমান (হাতি), কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল হক (আলমিরা), দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে মোঃ জালাল উদ্দিন সজলু (টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জুয়েব হুসেন খোকন (বই), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মামুন মিয়া (কবুতর), কার্যনির্বাহী সদস্য এনামুল হোসেন চৌধুরী (শাপলা ফুল), মহিউদ্দিন মোঃ মোছাদ্দেক (টমটম), হাফিজুল ইসলাম (গোলাপ ফুল), মোঃ জাহিদ (কাপ প্লেইট), মোঃ মাহফুজ চৌধুরী (দেয়াল ঘড়ি), মুখলিছুর রহমান ফয়সল (কলস) ও মখলিছ মিয়া (মই) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এদিকে রাজনৈতিক মামলায় কারাগারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করছেন হাফিজুল ইসলাম (গোলাপ ফুল) প্রতীক নিয়ে।
অপর প্যানেলে সভাপতি পদে সৈয়দ তোফায়েল ইসলাম কামাল (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মোঃ ইকরাম চৌধুরী (ছাতা), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজমুল হাসান সিদ্দিকী (হরিণ), সহ-সভাপতি পদে মোঃ নাছির উদ্দিন (আনারস), হোসাইন আহাম্মেদ রানা (কাঠাল), শাহ্ মোঃ জাহাঙ্গীর আলম সুমন (আপেল), সহ-সাধারণ সম্পাদক পদে এনামুল হক শাহীন (মাছ), মোঃ আনোয়ারুল ইসলাম আনু (হাঁস), কোষাধ্যক্ষ পদে মীর একেএম জমিলুন্নবী ফয়সল (তালা চাবি), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম রুয়েল (মোবাইল ফোন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজা স্মরণ ভট্টাচার্য্য (কলম), সমাজ কল্যাণ সম্পাদক রাজন রায় (প্রজাপতি), কার্যনির্বাহী সদস্য পদে সানাউল্লাহ চৌধুরী সানি (খেজুর গাছ), রকিব উদ্দিন রিপন (টেবিল ফ্যান), সঞ্জয় রায় (টেলিফোন), একেএম মেহেদী হাসান সুমন (ঘুড়ি), মোঃ জসিম মাহমুদ (হাত পাখা), আহমেদ জামান খান শুভ (চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ক্রীড়া সম্পাদক পদে আর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মোঃ কামাল খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আগামী ২৮ মার্চ শনিবার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ তকাম্মুল হোসেন কামাল জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যে দু’টি প্যানের প্রার্থীদের নিয়ে একাধিকবার মতবিনিময় করেছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।