নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আশিকুর রহমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ বড়ই গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। আত্মহননকারী আশিকুর রহমান কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের আছকির মিয়ার ছেলে। গতকাল ভোরে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে একটি বড়ই গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সকালে গাছের সাথে ঝুলন্ত দেখে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তার আত্মহত্যার কারন জানা যায়নি।