স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার (২৫ মার্চ) দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক গ্রহণ করবেন হবিগঞ্জের দুই কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর পরিবার। এবছর মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তারা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
১৯৭১ সালে আমেরিকার ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক, সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ্ এ এস এম কিবরিয়া ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে পুরস্কার পান। একই ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীও পুরস্কৃত হন। আজ ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন প্রয়াত এই দুই ব্যক্তিত্বের পরিবার।
এ ব্যাপারে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, দেশের স্বাধীনতা ও অন্যান্য ক্ষেত্রে আমার পিতার অনেক অবদান রয়েছে। দেরিতে হলেও তাকে যথাযথ স্বীকৃতি দেয়ায় আমরা আনন্দিত।
কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সন্তান হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে হলেও আমার পিতার স্বীকৃতিতে হবিগঞ্জবাসীর সাথে আমিও আনন্দিত। তিনি হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।