প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর মাতা আনোয়ারা মতিন চৌধুরীর সুস্থতা কামনা করে গতকাল শনিবার বাদ মাগরিব নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী সহ অসংখ্য মুসল্লী অংশ গহণ করেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন নবীগঞ্জ ুবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লা খান, দোয়া পরিচালনা করেন শায়েখ আলহাজ্ব আব্দুল মন্নান দওগ্রামী, উল্লেখ্য সাংবাদিক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর মাতা আনোয়ারা মতিন চৌধুরী (৬৯) গুরুতর অসুস্থ হয়ে ঢাকার রেনেসাঁ হসপিটাল এন্ড রিসার্স ইনষ্টিটিউট লিমিটেডে আই সি ইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে ছেলে সাইফুল জাহান চৌধুরী সকলের কাছে দোয়া কামনা করেছেন।