স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সংগঠন ‘রেটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’-এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ শহরের শিরিষতলায় অনুষ্ঠিত প্রতিযোগিতা উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের প্রেসিডেন্ট ডাঃ এসএস আল আমিন সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চারু ও কারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, নজরুল একাডেমী জেলা শাখার সভাপতি রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, প্রখ্যাত আলোকচিত্র শিল্পী আবীর আব্দুল্লাহ, রোটারিয়ান তবারক আলী লস্কর, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হক, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা, সাহিত্য ও সংবাদ কর্মী সিদ্দিকী হারুন, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী এসএম মহসিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সেক্রেটারী তোফাজ্জল সোহেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজক পরিষদের আহবায়ক রোটারিয়ান মাহমুদ ইকবাল সুমন।
উল্লেখ্য, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই প্রতিষ্ঠার পর থেকেই হবিগঞ্জে ফ্রি রক্তের গ্র“প নির্ণয়, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আগামী ৪ এপ্রিল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ‘শখের ছবিয়াল’ ও ‘রোটারি ক্লাব অব হবিগঞ্জ’।