আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত একজনসহ ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার ভোররাতে ২ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘ দিনের পলাতক আসামি করিম শাহ (৩৫)কে মাঝিশাইল গ্রাম ধেকে গ্রেফতার করে পুলিশ। ২০০৪ সালে নেত্রকোনায় দায়েরকৃত একটি মামলায় তাকে ২ বছরের সাজা দেন সেখানকার আদালত। এর পর থেকে সে পলাতক ছিল। এছাড়া মাধবপুর থানা পুলিশ একই দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় আরো ৫ পলাতক আসামিকে গ্রেফতার করে।