স্টাফ রিপোর্টার ॥ বেলেশ্বরী বারুনীতে সংঘর্ষের লাখাই উপজেলার করাব গ্রামের গুলিবদ্ধ রফিক মিয়া (৫০) ও সদর উপজেলার আষেঢ়া গ্রামের মধু মিয়ার স্ত্রী হাদিসা বেগম (৫০) নিহতের ঘটনায় হবিগঞ্জ সদর লাখাই থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল দু’টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আষেঢ়া গ্রামের হাদিসা বেগমের পুত্র সাদিক মিয়া বাদী হয়ে লাখাই উপজেলার করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামালসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫শ লোকের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। অপর দিকে লাখাই উপজেলায় করাব গ্রামের গুলিবদ্ধ রফিক মিয়া হত্যার ঘটনায় তার ছোট ভাই মো: কদ্দুছ মিয়া বাদী হয়ে সদর উপজেলার লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসসহ ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনা ৪/৫শ জনকে আসামী করে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ বিকালে বেলেশ্বরী বারুণীতে আশেঢ়া-ফান্দ্রাইল ও করাব গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ দেড়শতাধিক রাউন্ড রাবার বুলেট ও ২২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে করাব গ্রামের রফিক মিয়া গুলিবদ্ধ হয়ে (৫০) ও সদর উপজেলার আষেঢ়া গ্রামের হাদিসা বেগম (৫০) নিহত হয়।