স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ওলিপুরে অবস্থিত স্কয়ার কোম্পানীর দেয়াল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত সফিউল (৩০), স্বপান (২৫), ইয়াসিন (৩৫)কে সিলেট ও মুন্না (২৮)কে ঢাকা প্রেরণ করা হয়েছে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আহত সুত্রে জানা যায়, স্কয়ার কোম্পানীর শ্রমিকরা অবৈধভাবে গ্রামবাসীর জায়গায় দেয়াল নির্মাণ করার চেষ্টা করে। এসময় গ্রামবাসী বাধাঁ দিলে শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মাধবপুর উপজেলার খাউরা, কালিকাপুর, বাখরনগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্ঠা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহতাবস্থায় নোমান, আব্দুল্লাহ, জাহাঙ্গীর, বাপ্পী, সুজন, মিনহাজ, সামসুল হক, ফয়সল, আল আমিন, জালাল, রানা, সফিউল, শামীম, সাইদ, অরুন, সজলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।