মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক বিউটিশিয়ানের ছবি কম্পিউটারে নগ্ন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া এবং যৌন হয়রানীর অভিযোগে বাঘাসুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউ/পি সদস্য কাউছারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল সাহেদ তালুকদার ওরুপে লাল খাঁ মাষ্টারের মেয়ে বিউটিশিয়ান মুর্শিদা জাহান সুমি(২২)’র সাথে পরিচয় হয় বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে ইউপি সদস্য কাউছার মিয়া (৩৫)’র। পরিচয়ের সূত্র ধরে কাউছার মুর্শিদা জাহান সুমির ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে এবং কৌশলে তার ছবি মোবাইলে ধারন করে রাখে। এক পর্যায়ে কাউসার মুর্শিদাকে শারীরিক সম্পর্ক সৃষ্টির প্রস্তাব দেয়। এতে মুর্শিদা জাহান সুমি রাজি না হওয়ায় তার কাছে রক্ষিত ছবি কম্পিউটারে নগ্ন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং প্রায়ই মুর্শিদা জাহান সুমি কে মোবাইলে এসএমএস করে প্রেম নিবেদন করত। এমন কি মুর্শিদা জাহানের স্বামীকে বিভিন্ন ধরনের হুমক্কি দেয়ায় তাদের স্বামী-স্ত্রীর সংসার ভেঙ্গে যায়। তার যন্ত্রনায় অতিষ্ট হয়ে মুর্শিদা জাহান সুমি ৭ মার্চ মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পনোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) শহীদ উল্লাহ পিপিএম শনিবার ভোরে উপজেলার হরিতলা এলাকায় অভিযান চালিয়ে কাউছারকে গ্রেফতার করে।