নবীগঞ্জ প্রতিনিধি ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে উন্নয়ন অগ্রযাত্রা কখনও ব্যহত হয়না। দেশকে ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে। গ্রামীণ জনপদের উন্নয়নে ঐক্য প্রক্রিয়ার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপ-শক্তির চক্রান্ত ও ষড়যন্ত্র ডিজিটাল উন্নয়নকে ব্যাহত করতে পারবেনা। তিনি শনিবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে এবং ইউপি সদস্য জামাল উদ্দিন ও সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম মোঃ সুলেমান মিয়া, এজিএম ফয়ছল আহমদ, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদ্যুতের সুইচ টিপে সংযোগ চালু করেন তিনি। অপরদিকে, দুপুর ১১ঘটিকায় বাজকাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু।