স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পইল গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুইদল মহিলার সংঘর্ষে পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে ৪টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, লেচু মিয়ার সাথে লাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ওই দুই ব্যক্তির পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শরিফা খাতুন, শিপা আক্তার, নিপা আক্তার, প্রিয়া আক্তার, জোসনা আক্তার, নুরুননাহার, রুবেল, কবির ও নুরুল হককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।