মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে মাদক ব্যবসায়ী রমজান আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকাল ৪টায় বিজিবি মনতলা বিওপির সুবেদার গোলাম রব্বানীর নেতৃত্বে বিজিবি টহল দল উল্লেখিত এলাকার মাদক ব্যবসায়ী রমজান আলীর ঘরে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা টাকা। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।