স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আদালত প্রাঙ্গনে লক্ষাধিক টাকার মাদক আগুনে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের উপস্থিতিতে এসব মালামাল বিনষ্ট করা হয়। এর মধ্যে ৬০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসআই ছবিদুর রহমানসহ পেশকার এবং অন্যান্য কর্মচারিরা। এসব মাদক মাধবপুর থানার পৃথক দুটি মামলায় পুলিশ জব্দ করে।