বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু জন্মদিন উদযাপিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠামালার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানায় জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক জয়নাল আবেদিন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা ফেরদৌসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব দিলীপ কুমার বণিক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com