জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা বিস্ফোরণ অভিযোগ মামলার পলাতক আসামী রুমান মিয়া (২৮)কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। সে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নং ওয়াডের্র কুতুবের চক গ্রামের মোঃ সিরাজ মিয়ার পুত্র। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক গোপন সংবাদ পেয়ে ওসি তদন্ত মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে কুতুবের চক গ্রামের রাস্তা থেকে তাকে আটক করেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে পেট্রোল বোমা বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।