নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাংলাবাজারে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর মিয়া। সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক উজ্জল সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মতচ্ছির আলী, মীর আলী হায়দর, যুগ্ম সম্পাদক ডাঃ অমলেন্দু সূত্রধর, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জু দেব, আওয়ামীলীগ নেতা আবদুল মন্নান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশর মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা মাষ্টার আবদুল মজিদ, ধন উদ্দিন, সুশীতল রায়, মর্তুজ আলী, আবদুল হাই, হাফেজ শফিকুর রহমান, আবদুল হামিদ, আজিজুর রহমান, আবু তাহের, হোসেন মিয়া, ডাঃ বিনয় সূত্রধর, ডাঃ তৌফিক আলী সরদার, স্বেচ্ছাসবক লীগ নেতা হাবিবুর রহমান, লিটন রায়, আক্তার হোসেন, অসিত শীল, মনাশীল, নিতাই রায়, যুবলীগ নেতা আবুল হোসেন, কাজল মিয়া, আনহার মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন সরদার, ছাত্রলীগ নেতা সাগর খান, কাউছার কবির, সুমন মিয়া, মহসিন মিয়া প্রমখূ। বক্তারা জন নেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে হত্যার হুমকির রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেন।