প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদ এর উদ্যোগে ২দিন ব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, ছড়া আবৃত্তি ও শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে এ প্রতিযোগী অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিভিন্ন বিদ্যালয়ের ২শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে।
এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, দুদকের উপ-পরিচালক মোঃ আবুল হুসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, বঙ্গবঙ্গু শিক্ষা ও গবেষনা পরিষদের আহ্বায়ক প্রফেসর অধ্যক্ষ আব্দুজ জাহের।
সভায় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার শিখা, পৌর কান্সিলর শেখ নূর হুসেন, সরকার শিশু পরিবারের উপ-তত্ত্ববাধায়ক একেএম সাইফুল ইসলাম, লেডিস ক্লাবের সহ-সভানেত্রী সুর্বনা চৌধুরী প্রমূখ।
আজ বিকাল ৩টায় জেলা পরিষদ অডিটরিয়ামে ছড়া আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।