স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীকে হত্যার হুমকিদাতা চিঠিতে উল্লেখিত প্রেরক আব্দুল জাহেদ (৩৫)কে আটক করা হয়েছে। সে বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের রুসমত আলীর পুত্র। গতকাল সকালে জাহেদকে তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে চিঠিটি পড়ে শোনান। তিনি জানান, সকালে কার্যালয়ে এসে অন্যান্য চিঠির সাথে এ চিঠিটি পান। এ ব্যাপারে সদর মডেল থানায় তিনি জিডি করেন। এব্যাপারে বাহুবল থানার ওসি মোঃ ফরিদ আলী জানান, রবিবার সকালে জাহেদকে বাড়ি থেকে আটক করা হয়েছে। থানায় আটক জাহেদ সাংবাদিকদের জানায়, তাকে কেউ আটক করেনি। সে বাহুবল থানায় আত্মসমর্পন করেছে। সে কোন রকম হুমকি দেয়নি। তার নাম ব্যবহার করে প্রতিপক্ষের লোক তাকে ফাঁসিয়েছে।