প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতালের সমর্থনে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরানের মুক্তির দাবিতে চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল হাসান মুহিত এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, তপু তালুকদার, আসাদুজ্জামান সোহাগ, নাসির উদ্দিন নোমান, আলাল মিয়া, উজ্জ্বল আহমেদ, রায়হান, মাহি, ইমরান, ফরহাদ, চয়ন, মস্তুফা কামাল, সুমন, টিটু, জীবন, পাবেল তুহিন, তুষার, শুভ, অনিক, জনেল প্রমূখ।
বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরিক্ষিত ছাত্রনেতা, বাকশালীর ষড়যন্ত্রের শিকার কারারুদ্ধ আমিনুর রশিদ এমরানের মুক্তি দাবি করেন এবং চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান রুমন, রফিক তালুকদার, আমিনুল ইসলাম সুজন, হোসাইনসহ নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।