প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট সমাজসেবক ও ন্যাশনাল কাবের প্রাক্তন খেলোয়াড় আব্দুল আউয়াল দুদুকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় শহরের গার্নিংপার্কে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্লাবের খেলোয়াড় আবিদ, বাবলু, বিভাস, শুভ, লস্কর, রাজীব, রনি, রাব্বি, তুষার, নাভিদ প্রমুখ।