নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে প্রাণনাশের প্রতিবাদে নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের উদ্যোগে গতকাল রবিবার সন্ধ্যায় ভবের বাজার অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজন রায়ের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রুমন রায় ও সাহিদ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বিজয় ভুষন রায়। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহেব আলী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ হাফিজ মিয়া, মিন্টু দেব। এ সময় উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, ওয়াছ উল্লা মিয়া, দিলাল মিয়া, রাসেল মিয়া, মিঠুন রায়, শুভ্র চক্রবর্তী, রব্বান মিয়া, অজয় রায় প্রমূখ।