মাধবপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন বলেছেন-একটি জাতির প্রান শক্তি হচ্ছে যুব সমাজ, সেই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মরণ ব্যাধি মাদক। মাদক পাচারকারী, মাদকসেবী ও মানব পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন অবস্থায়ই তাদের ছাড় দেয়া হবে না। সন্ধ্যার পর সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়ে বলেন এক শ্রেনীর লোক সামান্য লাভের আশায় গরু কেনার জন্য প্রতিবেশী রাষ্ট্রে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে লাশ হয়ে দেশে ফেরে। যা আমাদের দেশের জন্য লজ্জ্বাকর। তিনি রোববার বিকালে উপজেলার মনতলা স্কুল মাঠে বিজিবি আয়োজিত সীমান্তে হত্যা, মানব পাচার, মাদক চোরাচালান ও আভ্যন্তরিন সন্ত্রাস রোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহঅধিনায়ক মেজর তারিক মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ইউ.পি সদস্য আব্দুর রউফ, ইউনুছ মিয়া, সমাজসেবক শাহজাহান প্রমূখ। সভায় বিজিবি বিভিন্ন বিওপির অধিনায়ক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।