স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নিউফিল্ডে কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় যুবতীকে উত্যক্তের ঘটনা নিয়ে ছুরিকাঘাত করার প্রধান আসামী বাপ্পী (১৮) কে আটক করেছে পুলিশ। সে শহরের মাহমুদাবাদ এলাকার এডভোকেট ফারুকুর রহমানের পুত্র। গতকাল রবিবার দুপুরে সদর পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায় সম্প্রতি বাণিজ্য মেলায় যুবতীকে উত্যক্ত করে। এসময় ২নং পুল এলাকার ছাত্রলীগ নেতা মোহন মিয়া নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে বাপ্পীসহ কতিপয় যুবক। মোহনকে রক্তাক্ত অবস্থায় প্রথমে হবিগঞ্জ হাসপাতাল পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এব্যাপারে মোহনের ভাই বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল নায়ক বাপ্পীকে আটক করে।