নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ নেতা ও আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাবের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুর ২ঘটিকায় ইউনিয়নের সদরাবাদ নিজ গ্রামে হযরত শাহ সদর উদ্দিন কুরেশী (রহ:) এর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান শামীম আহমদ, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, বড় ভাকৈড় ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাপার আহবায়ক শাহ আবুল খয়ের, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউপ, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ফখরুল ইসলাম কালাম, ছালেহ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম প্রমূখ।
উল্লেখ্য, শনিবার সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।