প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের সমর্থনে এবং জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, যুবদল নেতা কামাল শিকদার ও ফারুক আহমেদ-এর নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল রবিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মোতালিব চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বেবীষ্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক শামীম। যুগ্ম আহবায়ক রাসেল মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সাবেক সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুসা আহমেদ দিপু, ছাত্রদল নেতা সিয়াম জয়ধর হিরু, এস কে শফিক, সাইদুল ইসলাম, মঈনুল ইসলাম, ওসমান শামীম, শেখ মুহিদ, শেখ আরিফ, আশিক, নয়ন, রাসেল আহমেদ, শাকিল মিয়া, সোহেল প্রমূূখ।