স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় বারা পইত গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের নিজাম উদ্দিনের সাথে তাজুলের বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে তাজুল ও নিজামের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাজুল (৫৫), মনোয়ারা খাতুন (৩০), রিপা (১৪), তাহমিনা (২৮), নবী হোসেন (২০), ইমন (১), শাকিরুননেছা (২৪), জামিনুননেছা (৩৫) ও নিজাম উদ্দিন (৩০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।