স্টাফ রিপোর্টার ॥ সুতাং আঞ্চলিক সড়কস্থ বাজারের নিকট টমটম ও সিএনজি সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সা সুতাং যাবার জন্য রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে উভয় যান দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহতাবস্থায় মারাজ (৩০), জাহানারা (৩০), মিনারা (৩৫), উর্মি (৮) ও ফয়েজ (১২)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জনতা যানবাহনগুলো আটক করলেও চালকরা পালিয়ে গেছে।