রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

বানিয়াচঙ্গে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৩৬৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১২টায় স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার শীর্ষক প্রতিপাদ্য বিষয়ক সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ, সহকারী শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম, হিলিপ সমন্বয়কারী চিত্রাবসু, মৎস্য অফিসার রমনী মোহন পাল, টিও তমাল বিজন দাস তালুকদার, প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, মোঃ ফারুক মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ সুরুজ মিয়া, মোঃ আশরাফুল করিম, ইউএলও ডা: আবুল কাসেম প্রমূখ। অপরদিকে সকাল সাড়ে ৯ টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউডিসি উদ্যোক্তা আনছার আলী এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেম্বার নুরুল ইসলাম, আয়ুব আলী, জাহাঙ্গীর আলম, সমাজসেবক আলমগীর মিয়া, আব্দুস সালাম প্রমুখ।
এদিকে বাহুবল প্রতিনিধি জনান, বাহুবলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক। উপজলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা সমবায় অফিসার অফিসার মমতাজুর রহমান, মৎস্য অফিসার মীর আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ। বক্তারা বলেন, স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার। কিন্তু নানা ভাবে ভোক্তার এ অধিকার হরণ করা হচ্ছে। বিশেষ করে মাছ ও ফলমুলে ফরমালিন মিশিয়ে ভোক্তার স্বাস্থ্যকে ঝুকিতে ফেলা হচ্ছে। এছাড়া মাননিয়ন্ত্রণহীন পণ্য ভোক্তাকে প্রলুব্ধ করে বিক্রির মাধ্যমেও অধিকার খর্ব করা হচ্ছে। এ সব বন্ধ করে ভোক্তার অধিকার সংরক্ষণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com