স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাদক আইনে দায়ের করা মামলার পলাতক আসামী কাজল খা-কে গ্রেফতার করেছে পুলিশ। সে বানিয়াচং সদরের চৌধুরীপাড়া এলাকার তাজু খা এর ছেলে। গতকাল শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই মধুসূদন রায় এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় আসামী কাজল খা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।