প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজ-এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে অংশ নেয় বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যারা প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার যড়যন্ত্র করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।