স্টাফ রিপোর্টার ॥ গুঙ্গিয়াজুড়ি হাওরে প্রায় ১৩৩ একর জমি দখলের পায়তারা করায় এডঃ সিরাজুল হকের বিরুদ্ধে খাগাউড়া ও অমৃতা গ্রামবাসী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাপুর গ্রামে সহস্্রাধিক মানুষ এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে যোগ দেন। অবৈধভাবে জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়ায় এডঃ সিরাজুল হকের বিরুদ্ধে গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়েন। সাথে সাথে গ্রামবাসী তার বিরুদ্ধে গনস্বাক্ষর সংগ্রহ করে তার বিচার দাবী করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এডঃ সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে অমৃতা ও খাগাউড়া গ্রামের সাধারণ জনগনের উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছেন। তিনি তার লোকজনের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখলসহ নানাভাবে জনগনের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। মানুষ মামলা-হামলা ভয়ে মুখ খুলতে সাহস পায়না। তিনি গ্রামের তহবিল নিয়েও বিভিন্ন মনগড়া তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করছেন। খাগাউড়া ও অমৃতা গ্রামের প্রায় ১ হাজার মানুষ প্রতিবাদ সমাবেশে জড়ো হয়ে এডঃ সিরাজুল হকের বিচার দাবী করেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জনগন দুর্বার আন্দোলন গড়ে তোলবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন খাগাউড়া পঞ্চায়েতের সভাপতি লাল মিয়া। পরিচালনা করেন রইছগঞ্জ বাজার কমিটির সধারন সম্পাদক আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন সাইপ্রাস আওয়ামীলীগের সহ সভাপতি শফিউল আলম চৌধুরী শামীম, ২নং খাগাউড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ শওকত মিয়া, বাহুবল উপজেলার যুবলীগের সহ সভাপতি মোজাহিদ, ২নং ওয়ার্ডের মেম্বার নানু মিয়া, কালু মিয়া, হাফিজ মিয়া, আকিল মিয়া, তাজুল ইসলাম, হীরা মিয়া, গেদা মিয়া, শহীদ মিয়া, সেগেন মিয়া, কামাল হোসেন, তজুমূল মিয়া, আজম উদ্দিন, কেচলী মিয়া, লিয়াছ মিয়া, আবুল কালাম, রেজাউল চৌধুরী, টেনু মিয়া, কাজল মিয়া, ফারুক মিয়া, বারিক মিয়া, দিলবর মিয়া, সাবেক মেম্বার নুরুদ্দিন, মহসিন, সিরাজ উদ্দিন, আলকাফ ও আরো অনেকে।