স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে মিরপুর ইউনিয়ন অফিসে উপজেলা আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মুন্সির সভাপতিত্বে ও মকসুদ মাষ্ঠারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এতে বক্তব্য রাখেন, মিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বাহুবল বহুমূখী সমবায় সমিতির নির্ধারিত জায়গায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মানের আশ্বাস দেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।