নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।। গতকাল বিকাল ৩টায় একাডেমির অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম.এ বাছিত। উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং একাডেমির বিশেষজ্ঞ প্যানেলের প্রধান প্রশিক্ষক শামীম আহমদ চৌধুরী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সুশীতল রায়, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র গোপ, সহকারী শিক্ষক সোহেল আহমদ, তরুণ সমাজসেবক ও উপজেলা স্বজন পরিবারের সাবেক সাধারন সম্পাদক পিন্টু রায়, বিশিষ্ট ব্যবসায়ি আবদুল মুকিত, সোনার বাংলা একাডেমির সিনিয়র শিক্ষক সুমন আহমদ, শাবানা আক্তার, শিমু বেগম, অঞ্জন রায়, মোঃ আকলাকুর রহমান, অফিস সহকারী এম মুজিবুর রহমান প্রমূখ। এসময় সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের নবাগত স্কাউট দল অতিথিদের সালাম ও চমৎকার ডিসপ্লে প্রদর্শন করে। এসময় সমাজসেবক ও কুর্শি ইউনিয়নের রতনপুর (জমিদার বাড়ির) কৃতি সন্তান পিন্টু রায় ডিজিটাল ক্যাম্পাসে বিনোদন সহায়তায় একটি ২১ ইঞ্চি কালার টিভি একাডেমির প্রধান অফিস কক্ষের জন্য অনুদান প্রদান করেন। এছাড়াও একাডেমি ক্যাম্পাস পরিদর্শন ও ডিজিটাল প্রক্রিয়ার প্রশংসা করে ক্রমাগত অগ্রযাত্রায় শুভ কামনা করেন তিনি।