নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের স্কুল ও মাদ্রাসার খেলাধুলার মাঠ অবৈধ দখলদারের কবল থেকে দীর্ঘ ২০দিন পর উদ্ধার করেছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে রাধাপুর গ্রামের সদ্য দেশে ফেরৎ লন্ডস প্রবাসী সিতার মিয়ার নেতৃত্বে গ্রামবাসী মাঠটি দখলমুক্ত করেন। এনিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে জানা গেছে। এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ওই ইউনিয়নের রাধাপুর গ্রামের স্কুল ও মাদ্রাসার সংলগ্ন মালিকানাধীন পতিত রকম ভূমি নিয়ে মালিক দাবিদার লন্ডন প্রবাসী আব্দুর রহিমের সঙ্গে কিছুদিন ধরে গ্রামবাসীর বিরোধ চলে আসছিল। গ্রামের পঞ্চায়েত পক্ষে অবস্থান নেন লন্ডন প্রবাসী ভাতিজা সিতার মিয়া ও আঙ্গুর মিয়াসহ অপর প্রবাসীরা। তাদের দাবী ওই পতিত ভূমি গ্রামের স্থানীয় প্রাইমারী স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করার স্বার্থে রাখার জন্য প্রায় ৩ বছর পূর্বে লন্ডন প্রবাসীরা ১০লাখ টাকা খরচ করে গর্ত ভরাট করে মাঠ তৈরী করেন। কিন্তু লন্ডন প্রবাসী আব্দুর রহিম তা মেনে নিতে নারাজ। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে গত ২১ ফেব্র“য়ারী সকাল ৭টার দিকে আব্দুর রহিম লন্ডনী ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই বিরোধীয় জায়গায় জোরপূর্বক টিনসেট ঘর নির্মাণ করতে যান। এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন জড়ো হয়ে এর প্রতিবাদ জানায়। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তবে পুলিশ চলে আসার পর লন্ডন প্রবাসী আব্দুর রহিম তার লোকজন নিয়ে বিরোধীয় ভূমি জবর দখলে নিয়ে নেন। এনিয়ে উভয় পক্ষে মামলা মোকদ্দমাও রয়েছে। এদিকে সম্প্রতি আব্দুর রহিমের ভাতিজা লন্ডন প্রবাসী সিতার মিয়া দেশে আসেন। তিনি গ্রামবাসীকে সংঘঠিত করে গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজনকে নিয়ে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় ব্যবহৃত মাঠটি দখলমুক্ত করেন। বর্তমানে ওই মাঠটি গ্রামবাসী ও স্কুল, মাদ্রাসার দখলে রয়েছে। এদিকে উক্ত ঘটনার পর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবার দখল বেদখল নিয়ে বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।