নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আদর্শ গ্রামে গতকাল বৃহস্পতিবার ৩ সন্তানের জননী সাবিরা বেগম (২৮) নামের এক গৃহবধু স্বামীর নির্যাতন সইতে না পেরে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে। নিহত গৃহবধু ওই গ্রামের হতদরিদ্র আব্দুর করিমের মেয়ে এবং একই গ্রামের ধনাঢ্য খয়রুজ্জামানের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে ওই গ্রামের গরীব অসহায় আব্দুল করিমের সুন্দরী মেয়ে সাবিরা বেগম (সাবিরুন)কে একই গ্রামের ধনাঢ্য পরিবারের ছেলে খয়রুজ্জামানের নিকট বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সাবিরা বেগমের প্রতি কারনে অকারনে স্বামী নির্যাতন শুরু করে। আর তা মুখবোঝে সহ্য করতো সাবিরা। এরমধ্যে ৩টি সন্তানের জন্ম হয় তাদের সংসারে। সম্প্রতি স্বামীর নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সাবিরা বেগমের ভাই মামলা করতে আসেন। কিন্তু স্থানীয় লোকদের মধ্যস্থতায় মামলা না করেই ফিরে যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধু সকলের অগোচরে বাড়ির দু’তলায় পরিত্যক্ত একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি নবীগঞ্জ থানাকে জানালে এসআই শাহাজান সিরাজের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন দাবী করছেন স্বামীর সাথে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে। নিহতের পিতা তার মেয়ের মৃত্যুর জন্য জামাতাকে দায়ী করে ঘটনার সুষ্ট তদন্ত এবং বিচার দাবী করেছেন।