স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্টিত হলো বৃটিশ বাংলাদেশী বিজনেস এ্যওয়ার্ড। গত বুধবার সন্ধায় এক ঝাকঝমকপূর্ণ বর্ণিল অনুষ্টানের মাধ্যমে বৃটেনে বসবাসরত বাঙ্গালী ব্যবসায়ীদের স্বীকৃতি প্রদান করা হয় এই এ্যাওয়ার্ডের মাধ্যমে। অনুষ্টানে বৃটেনের অর্থনীতিতে ও বাঙ্গালী (২য় পৃষ্ঠায় দেখুন) কমিউনিটিতে অবদান রাখার জন্য ২১টি ক্যাটাগরীতে মোট ২৮ জন ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ত্ব ও সমাজ সংগঠককে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্টানে বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বৃটেন ও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ভিআইপি অতিথি অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জের মেয়ে রাত্রি চৌধুরী হাসিনা “শ্রেষ্ঠ নারী ব্যবসা উদ্যোক্তা” পুরস্কার গ্রহণ করেন। রাত্রি চৌধুরী হাসিনা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামের চৌধুরী বাড়ির মরহুম আব্দুল মন্নান চৌধুরী সাহেবের কন্যা ও মরহুম এডভোকেট তোফাজ্জুল হোসেন চৌধুরীর, আব্দুল মুনিম চৌধুরী, এডভোকেট আব্দুল মুনত্তাকিন চৌধুরী খোকন, আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, ওয়াদুদ মাহবুব চৌধুরী শামীম এবং সাংবাদিক আব্দুল মঈন চৌধুরী টিপু এর ছোট বোন। ইতিপূর্বে বিভিন্ন এ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে তিনি বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন তার বক্তব্যে বলেন, বৃটেনের অর্থনীতিতে বাংলাদেশী কমিউনিটির অবদান অনস্বীকার্য। এখানকার কয়েক লক্ষ বাংলাদেশী সরাসরি এ দেশের অর্থনীতিতে যোগান দিয়ে যাচ্ছেন। তিনি সম্প্রতি হালাল মাংস নিয়ে সৃষ্ট জটিলতার কথা উল্লেখ করে বলেন, বৃটেনে হালাল মাংস থাকবেই এতে কোন সন্দেহ নাই। তিনি বৃটিশ বাংলাদেশীদের আরো ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হবার আহবান জানিয়ে বলেন, বৃটেনে আগামী দিনে বৃটিশ বাংলাদেশীদের মধ্য থেকেও প্রধান মন্ত্রী নির্বাচিত হবেন। এছাড়া সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ইংল্যান্ডকে পরাজিত করায় তাদের কোন দুঃখ নেই উল্লেখ করে ক্যামেরন বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান। তিনি বৃটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড এর মতো আয়োজন এদেশে বেড়ে উঠা আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।