আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের কৃষক আমজাদ খাঁন সফল উৎপাদক ও রপ্তানিকারক কৃষক হিসেবে জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার ১৪১৮ বাংলা রোপ্য পদকে ভূষিত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে এক সভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সফল কৃষক আমজাদ খাঁেনর হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার। এ সময় ডঃ মুশফিক হোসেন চৌধুরী, মেয়র জি.কে গউছ, পুলিশ সুপার কামরুল আমীন, সিভিল সার্জন ডঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, চুনারুঘাটের উপজেলা চেয়ারম্যান কাদির লস্কর সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও পদক প্রাপ্ত সফল কৃষক আমজাদ খাঁন প্রমুখ বক্তব্য রাখেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের টমেটো, বর্ষাকালীন তরমুজ, বিষমুক্ত শসা ও লাউ চাষ করে কৃষিতে বিশেষ অবদান রাখায় মাধবপুর উপজেলা সদরের হরমুজ আলী খাঁেনর ছেলে আমজাদ খাঁনকে গত ২১ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্ভর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কারে ভূষিত করেন এবং তার হাতে রৌপ্য পদক তুলে দেন।