বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ভাংচুরের অভিযোগে পুলিশ ৩ সহোদরকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌণে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে কয়েক যুবক ঢিল ছুড়ে যানবাহনে ভাংচুর করছিল। এ সময় রাস্তায় টহলরত পুলিশকে স্থানীয় জনতা খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই নাঈম ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে ইটপাটকেল সহ উপজেলার ভৈরবীকোণা গ্রামের মৃত মনসুর উদ্দিনের পুত্র শরিফ উদ্দিন (২৪), ইসলাম উদ্দিন (২২) ও রুকন উদ্দিন (১৯) কে গ্রেফতার করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের দলীয় পরিচয় জানার চেষ্টা চলছে।