স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য বিক্রি ও উৎপাদনের অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, সৈয়দা শামসাদ বেগম ও রুবাইয়া আফরোজ পৃথক অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও লেবেল ছাড়া পণ্য বিক্রির দায়ে ওই এলাকার ঢাকা বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশ কিছু বিস্কুট, চানাচুর ও ব্রেড জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া অত্যাবশ্যকীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।