চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-বাল্লা সড়কের পাশে সৃজিত গাছ রক্ষায় গতকাল চুনারুঘাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আহম্মদাবাদ ইউনিয়নের ‘সচেতন নাগরিক সমাজ’ এর আহবানে সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়। চুনারুঘাট-বাল্লা সড়কে উপর অনুষ্টিত এ বানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, দুস্থ শিশু সংস্থা, আহম্মদাবাদ মানব কল্যান সংঘ, গ্রাম বাংলা আদর্শ ক্লাব, বন বিভাগ, উপজেলা প্রশাসন, শিক্ষক সমিতির সদস্য ও প্রভাষকসহ প্রায় দেড় হাজার সচেতন মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে সচেতন নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সহকারী কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম, সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ, যুব নেতা মিজানুর রহমান, কবি মহিবুর রহমান জিতু, ছাত্রনেতা শাহ আলম, এমরান, টিপু সুলতান, ওয়াহিদুল ইসলাম, আজিজুল হক নাসির, নাসির উদ্দিন, লোকমান হোসেন, রাব্বি আহম্মদ প্রমুখ। বক্তরা চুনারুঘাট-বাল্লা সড়কে আর যাতে বন সন্ত্রাসীরা কোন গাছ কাটতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ ও গাছ রক্ষায় এলাকাবাসি সহযোগীতা কামনা করেন। অপরদিকে কাটা গাছে বিপরিতে নতুন গাছ রোপনের ঘোষনা দেয় আহম্মদাবাদ মানবকল্যান সংঘ ও দুস্থ শিশু সংস্থা। বিগত ২ মাসে ওই সড়কের পাশে সৃজিত প্রায় ২শ গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী চক্র।