প্রেস বিজ্ঞপ্তি ॥ নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় নবীগঞ্জে পালিত হয়েছে। শেভরন বাংলাদেশের অর্থায়নে ও আইডিয়ার উদ্যোগে এ উপলক্ষে উপজেলার পৃথক স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ ইউপি কার্যালয়ে গতকাল রোববার সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিলুফা ইয়াছমিন। আইডিয়ার প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন, শেভরন বাংলাদেশের কমিউনিটি এ্যাংগেজমেন্ট ম্যানেজার মলয় কুমার সরকার, সিনিয়র কো-অর্ডিনেটর ইমাম হাসান। উপস্থিত ছিলেন শিক্ষক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, ও আইডিয়ার কর্মীসহ বিভিন্ন ভিডিওর সদস্যবৃন্দ। অপর দিকে একই সময়ে আউশকান্দিতে আইডিয়ার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী শাহনূর আলম শানুর, আইডিয়ার ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার সালা উদ্দিন এর পরিচালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় ইউ/পি সদস্য বদরুল ইসলাম বকুল, ইউপি সদস্য মাসুক মিয়া, আউশকান্দি গ্রামীণ ব্যাংক ম্যানেজার সফিকুল ইসলাম, আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রভাষক মোছাঃ ফাতেমা মোতালেব, প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, সাংবাদিক এম. মুজিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল হামিদ নিকছন, লেচু মিয়া, ময়নুল হক, মাসুদ চৌধুরী, ইউপি সদস্য সুনিতা রানী শর্মা প্রমুখ।