স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে উত্তরণ সংসদ জয়লাভ করেছে। গতকালের খেলায় তারা শাপলা সংসদকে ৫৪ রানে পরাজত করে। এ জয়ের ফলে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে উত্তরণ সংসদ সেমি-ফাইনালে উন্নীত হয়েছে।
টসে জয়লাভ করে উত্তরণ সংসদ প্রথমে ব্যাটিং করতে নেমে ৪২.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৮রান সংগ্রহ করে। যা এবারের লীগের সর্বোচ্চ দলীয় রান। দলের পক্ষে সাইদুর ৩৩, রকি ২৭, রিন্টু ২৫ ও লিংকন ২৪ রান সংগ্রহ করে। শাপলা সংসদের সিয়াম ও রুপু ৩টি করে এবং রাহিন ২টি উইকেট লাভ করে। জবাবে শাপলা সংসদ ৪৫ ওভাওে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে করিম ৪৪, রাজিব ২৫ রান সংগ্রহ করে। উত্তরনের লিংকন ৬টি এবং রিন্টু ২টি উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন ফেরদৌস আহমেদ ও আশফাকুর রহমান লোকমান। স্কোরার ছিলেন রাজু। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। আজকের খেলায় অংশ গ্রহণ করবে গ্রীণ স্পোর্টিং কাব বনাম ইয়ং ব্রাদার্স ক্লাব।