প্রেস বিজ্ঞপ্তি ॥ ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে নবীগঞ্জ থানা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করা হয়। থানা বিএনপি’র সহ-সভাপতি সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু এর পরিচালনায় বক্তব্য রাখেন আশিক মিয়া, মোঃ রজব আলী, মাওঃ নুরুল ইসলাম, হাজী মুক্তাদির চৌধুরী, সোনাওর হোসেন খান, মদরিছ মিয়া, কাওছার আহমেদ, মতিউর রহমান জামাল, মোঃ আমির হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শফিউল আলম বজলু, তোফজ্জল হোসেন, হাজী আঃ সাফী, অনন্ত কুমার দাশ, ইউসুফ আলী খান, মজিদুর রহমান মজিদ, মতিউর রহমান, আব্দুল মালিক চৌধুরী দুলাল, সজ্জাদ মিয়া, জিল্লুর নূর, আব্দুস ছালাম, সুহেল আহমেদ, আঃ মন্নান মুনসী প্রমুখ। সভায় বক্তরা অবিলম্বে তারেক রহমানসহ বিএনপি’র সকল নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সভাপতি এম ইলিয়াছ আলীর সন্ধান ও মুক্তির দাবী করেন। তারা বলেন, নির্দলয়ী নিরপেক্ষ তত্ত্ব¡াবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না এবং আগামী ৫ অক্টোবর সিলেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুতি গ্রহন করার আহবান জানান।