স্টাফ রিপোর্টার ॥ ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এ শ্লোগানের মাধ্যমে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গতকাল শুক্রবার মানববন্ধন পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজেন গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মূল সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা খাতুন, ইসমত আরা বেগম, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার জালাল আহমেদ, এলজিইডির সোহরাব আলী, মনিটরিং অফিসার শ্রীমত খাসনবিশ ও ভাটি বাংলা সমিতির সভানেত্রী কনিকা চৌধুরী। মানববন্ধনে ব্র্যাক, হবিগঞ্জ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন এনজিও ও সমিতির নারী নেত্রীরা অংশ নেন।