স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সোহেল আহমেদকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নিয়েছে মুসল্লীরা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের ৩নং ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লা ভাটির হাটি এলাকায় ওয়াজ মাহফিল চলছিল। মাহফিল স্থলে বসানো একটি অস্থায়ী দোকানে বসে বিভিন্ন নাশকতার মামলার আসামী জনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদসহ কয়েকজন ওয়াজ শুনছিল। রাত প্রায় সাড়ে ১১টার দিকে বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদ একদল পুলিশ নিয়ে ওই দোকানে হানা দিয়ে ছাত্রদল নেতা সোহেলকে গ্রেফতার করে। এ সময় সোহেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় তাদের হইহুল্লুল শুরু হয়। এ ঘটনায় মুসল্লীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উত্তেজিত মুসল্লীরা পুলিশের কাছ থেকে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ উত্তেজিত মুসল্লীদেরকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা কথা না শুনে পুলিশকে ঘটনাস্থল ছেড়ে চলে যেতে বলে। অবস্থা বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন গতকাল শুক্রবার সকালে এ ঘটনার খবর উপজেলা সদরে ছড়িয়ে পড়লে তোলপাড় হয়। এব্যাপারে জাতুকর্ণপাড়ার বাসিন্দা বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহীন, ওই গ্রামের জাহাঙ্গীর আলম সুমন, ত্রিকর মহল্লার বাসিন্দা উপজেলা যুবলীগ নেতা শাহজাহান মিয়াসহ গ্যানিংগঞ্জ বাজার এলাকার অনেককে ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি আসামী ছিনিয়ে নেবার ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, অন্যা আসামী গ্রেফতার করার জন্য সেখানে গিয়ে ছিলাম। এ সময় কোন আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।