নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আদর্শ গ্রামের উদ্যোগে ও ওই গ্রামের লন্ডন প্রবাসীদের সহযোগীতায় রাইয়াপুর আদর্শ গ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০১৫ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রাইয়াপুর গ্রামের দক্ষিণ মাঠে ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইবেকারে গড়ায়। এতে দিয়া স্পোটিং ক্লাব মৌলভী বাজার সদর ৩-২ গোলে তরুণ ক্রীড়া চক্র খাদিম নগর সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উক্ত ফাইনাল খেলায় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকের সমাগম ঘটে। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, হবিগঞ্জ জেলা বারের আইনজীবি এডভোকেট মোঃ আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজাহিদ আহমদ, নবীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, চ্যানেল এস এর প্রতিনিধি রাকিল হোসেন, রসমেলার চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। খেলায় সহযোগীতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ফয়ছল আহমদ, আব্দুল মুকিত, খয়রুল হোসেন, তফিল আহমেদ, বাবুল চৌধুরী, মোহাম্মদ আলী, সাদেক আহমদ শাহান, আহমেদ রশিদ, উকিল আহমদ প্রমুখ। উক্ত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ডিসকভারী মোটর সাইকেল ও রানার্স আপ দলকে ওয়ালটন মোটর সাইকেল পুরস্কার দেয়া হয়। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন দিয়া স্পোর্টিং ক্লাবের গোল রক্ষক মনির হোসেন। তাকে নগদ ৫হাজার টাকা পুরস্কার দেয়া হয়।